
দুর্গাপূজায় রাজ্য সরকারের অনুদান নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ | তিনি বলেন, “গরু বিক্রি করে, সেই টাকা দুর্গাপূজা হবে | আমি জানিনা পুজোর লোকেরা এই পাপের টাকায় দুর্গাপুজো করবেন কিনা | সেই পুজো লোকে দেখতে যাবে কিনা” |
প্রসঙ্গত প্রতিবারের মতো এবারও পুজো উদ্যোক্তাদের অনুদান দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী | গত বছর থেকে ৫০ হাজার টাকা করে পুজোর উদ্যোক্তাদের দেওয়া হয়েছিল | কিন্তু এবারে তা বাড়িয়ে 60 হাজার টাকা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী | পাশাপাশি তিনি জানান এবারের পুজো স্পেশাল তাই ইলেকট্রিক সাপ্লাই ও স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ৫০ শতাংশ ছাড় বাড়িয়ে 60% করে দেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী |
More Stories
চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের কড়া নজরদারি
আরও বিপাকে সন্দেশখালির ‘বাদশা’