May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

‘পিস্তল’ থেকে ‘গোলী মারো’ শাহ সভায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় বন্দুক নিয়ে হাজির বিজেপি কর্মী। যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হল ধর্মতলার শহিদ মিনার চত্বরে। নাইন এমএম পিস্তল-সহ এক বিজেপি কর্মী ভিআইপি গেট দিয়ে সভাস্থলে ঢোকার চেষ্টা করেন। কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে প্রবেশের সময় তাঁকে হাতে-নাতে ধরে ফেলেন পুলিশকর্মীরা। পুলিশ তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। তবে ওই বিজেপি কর্মী নিজেকে প্রাক্তন সিআরপিএফ জওয়ান বলে দাবি করেছেন। পাশাপাশি তাঁর এও দাবি, আত্মরক্ষার স্বার্থেই তিনি পিস্তল রাখেন সঙ্গে। তাঁর কাছে লাইসেন্সও রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। তবে শুধু এই ঘটনাই নয় অমিত শাহের সভা শেষে বিজেপি কর্মিদের মুখে ‘গোলী মারো’ শ্লোগান নিয়েও উত্তেজনা ছড়িয়েছে বিস্তর। বাম সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তির মধ্যেই এই শ্লোগান শোনা যায়।