
পিছিয়ে গেল জিতু কমলের আগামী ছবি ‘তিতুমীর’ শুটিং | ‘তিতুমীর’ সিনেমার চরিত্রের জন্য ইতিমধ্যেই দাড়ি বাড়িয়েছিলেন অভিনেতা | তবে এবার সেই দাড়ি কেটে নিজের লুকে ফিরে এলেন জিতু | তা থেকে শুটিং পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথা উঠে আসছে ।
তবে শুটিং বিছিয়ে যাওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, ছবির লোকেশন এখনো ঠিক হয়নি । আর্ট রিকুইজিশন দেয়নি । এছাড়া স্ক্রিপ্টের কিছু পরিবর্তনের কারণে কিছুটা সময় পিছিয়ে গিয়েছে |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’