পারিবারিক অশান্তির জেরে বাড়ির পাশে ২০০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে চড়ে বসলেন এক ব্যক্তি। বছর ৪০ এর ওই ব্যক্তির নাম অমল সর্দার। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের দৌলতাবাদ গ্রামের গোবড়ার মোড়ে। সূএের খবর, পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে মদ্যপান করেন ওই ব্যক্তি। এরপর মদ্যপান করে সোজা ওই মোবাইল
টাওয়ারে উঠে পড়েন ওই ব্যক্তি। ২০০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে সেখানেও মদ্যপান করেন তিনি। এরপর সেখানে বেশ কিছুক্ষন থাকেন তিনি। তারপর মদের নেশা কাটতেই আতঙ্কে ঘুম উড়ে যায় তার। বাবা-মায়ের নাম করে ডাকতে শুরু করেন তিনি। সেটি স্থানীয়দের চোখে পড়লে, স্থানীয়রা ওই ব্যক্তির মা বাবাকে খবর দেন। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরা এসে তাঁকে টাওয়ার থেকে নামিয়ে নিয়ে আসেন। জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার পুলিস আটক করেছে ওই ব্যক্তিকে।