নিজেস্ব প্রতিনিধি মালদা: পারিবারিক অশান্তির জেরে ১৯ মাসের পুত্র সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা। শুক্রবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। এরপর রেললাইন থেকে মা এবং শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদুপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মায়ের নাম, লিজা বিবি, বয়স ২১ বছর। সাথে ছিল তার ১৯ মাসের সন্তান নাম রিজুয়ান শেখ। তাদের বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর সোনাতলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী নাসির শেখ এর সঙ্গে পারিবারিক অশান্তি শুরু হয় লিজা বিবির। অভিযোগ লিজা বিবিকে তার বাবার বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসতে বলে স্বামী নাসির শেখ। এই নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে। তারপরই ঘটে এই বিপত্তি। মালদা মুখি একটি মালগাড়ি নিচে শিশুকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় মা।