বর্তমান পরিস্থিতিতে যে ভাবে গোটা বিশ্বে করোনাভাইরাস থাবা বসিয়েছে, তাতে সকলের এখন একটাই চিন্তা এই পরিস্থিতি থেকে কিভাবে রেহাই পাওয়া যায় | কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান |
শুক্রবার কুপওয়ারা জেলায় আচমকা গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান | এরপরে পাল্টা জবাব দিতে তাদের কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত | সাথে এদিন সন্ধ্যায় ড্রোনের মাধ্যমে একটি ভিডিও তুলে তা টুইটারে পোস্ট করেন এক ভারতীয় সেনা | তাতে দেখা যায় বফর্স কামান থেকে পাকিস্তানের দিকে নির্দিষ্ট লক্ষ্যে গোলাবর্ষণ করছে ভারতীয় সেনা | জানা গিয়েছে, কয়েক ঘন্টা দুপক্ষের এই গোলাবর্ষণ চলতে থাকে | তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি |