নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বর্তমান লক ডাউন পরিস্থিতিতে এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে পাঁশকুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে বালিডাংরি গ্রাম এিবেনী সংঘের উদ্দ্যেগে পথ চলতি মানুষকে ১০০০ মাস্ক ও সাবান বিতরণ করা হয়। শুধু তাই নয় তার সাথে এলাকার মানুষদের বর্তমান ভাইরাস সম্বন্ধে সচেতন করা হয়, তারা যাতে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোয়, সর্বপরি বারবার হাত ধোয়ার পরামর্শ দেয় এই ক্লাব সংগঠনের পক্ষ থেকে।