June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পাঁচ দিনের সদ্যোজাতর শ্বাসনালীতে দুধ আটকে মৃত্যু শিশুর, ঘটনায় চাঞ্চল্য কালনায়

পূর্ব বর্ধমানের কালনায় পাঁচ দিনের সদ্যোজাত একরত্তি শিশুকে কোলে শুইয়ে দুধ খাওয়ানোর জেরে শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার। সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগড়ের বাসিন্দা তৃষিতা দত্ত হালদার এক পুত্র সন্তানের জন্ম দেন কালনার এক নার্সিংহোমে।

মৃত সদ্যোজাতর পরিবারের অভিযোগ, মঙ্গলবার ওই শিশুকে দুধ খাওয়ানো হচ্ছিল। দুধ খাওয়ানোর সময় পুরোপুরি শুইয়ে রাখা উচিত নয়। শরীরের তুলনায় মুখ ওপরের দিকে থাকার কথা। তাছাড়া একটু একটু করে দুধ দেওয়ার কথা। তা না করে শোওয়া অবস্থায় মুখে বেশি পরিমাণ দুধ ঢেলে দেওয়া হয়। তাতে সদ্যোজাত ওই শিশু সে দুধ গিলতে পারে না। ফলে উল্টে দুধ শ্বাসনালীতে আটকে যায়। আর তাতেই দম আটকে মৃত্যু হয় শিশুটির। তাঁদের আরো অভিযোগ, কম পয়সায় উপযুক্ত ট্রেনিং ছাড়া আয়া রাখার জন্যই এই ঘটনাটি ঘটেছে। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষর থেকে কোনো উত্তর পাওয়া যায় নি। তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কালনা থানার পুলিশ।