July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত

মান্দারমনির পরে এবার পূর্ব মেদিনীপুর জেলার দুই সৈকত শহর দিঘা ও শংকরপুর খুলে যাচ্ছে পর্যটকদের জন্যে।মারণ ভাইরাস করোনা সংক্রমনের ভয়ের আবহের মধ্যেই বৃহস্পতিবার থেকে এই সৈকত শহরগুলির হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সব নিয়মকানুন মেনেই পর্যটন ব্যাবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। করোনা সংক্রমণ রোধ করতে রাজ্যজুড়ে চলেছে লকডাউন। প্রায় আড়াই মাস ধরে চলা এই লকডাউনে চরম সংকটে পর্যটন শিল্প। আড়াই মাস ধরে বন্ধ সব পর্যটন কেন্দ্রগুলো। অবশেষে পঞ্চম দফার লকডাউনের আনলক ১ পর্যায়ে খুলতে চলেছে পর্যটনকেন্দ্রগুলি। বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল দিঘা। পাশাপাশি এখানে খোলা হয়েছে ছোটখাটো হোটেলগুলি। চালু করা হচ্ছে বুকিং সিস্টেম। প্রশাসন সূত্রে খবর, দিঘায় পর্যটক আসার আগে সর্বত্র জীবাণুনাশক স্প্রে করা হবে। পাশাপাশি বসানো হবে স্যানিটাইজার টানেল। উপকূলের হোটেলগুলোতে সব রুম খোলা না হলেও ৩০শতাংশ ঘর খোলা হবে। পাশাপাশি হোটেল গুলোতে কাজ করবে ৩০ শতাংশ কর্মী। একসঙ্গে বেশি লোক না রাখার কথা বলা হয়েছে।