কড়া নিরাপত্তার পরেও ফের ফাঁস হয়ে গেল প্রশ্নপএ। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই উঠে এসেছে প্রশ্নপএ ফাঁস হওয়ার ঘটনা। সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনে। বেলা ১২ টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা শুরুর মাএ আদ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে ইংরাজি প্রশ্নপত্র। তবে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপএেই পরীক্ষা হচ্ছে কিনা তা ৩ টে বাজলেই স্পষ্ট করে জানা যাবে। ২০১৯ এ লাগাতার উঠে এসেছে প্রশ্নপএ ফাঁস হওয়ার ঘটনা। এই বছর সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিলেন। পাশাপাশি বন্ধ রাখা হয়েছিল ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা। কিন্তু তা স্বত্বেও কি করে বার বার প্রশ্নপএ ফাঁস হচ্ছে, এ নিয়ে কটাক্ষের শিকার হতে হয় পর্ষদ সভাপতিকে।