September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পরীক্ষার খাতায় রাজনৈতিক বা অন্য কোনও স্লোগান লিখলে বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা

পরীক্ষার খাতায় রাজনৈতিক বা অন্য কোনও স্লোগান লিখলে বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৫ এর আগে পরীক্ষা নিয়ে এমন নির্দেশ জারি করা হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আর এই নয়া নির্দেশ থেকে মনে করা হচ্ছে, আর জি কর কাণ্ডের আবহে এ এক সতর্কবার্তা। যদিও সংসদ সভাপতির দাবি, এটা নতুন কিছু নয়। উত্তরপত্র নিয়ে সাধারণ নিয়মের মধ্যেই পড়ে রাজনৈতিক স্লোগানে নিষেধাজ্ঞা। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ এবং শেষ হবে ১৮ মার্চ। পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে।

শনিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী খাতায় ভুল নাম, রেজিস্ট্রেশন নম্বর লিখলে, উত্তরপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র ছাড়লে অথবা অন্য পরীক্ষার্থীকে খাতা দিয়ে লিখতে সাহায্য করলে তার শাস্তি হবে। পরীক্ষার হলে উত্তর সংক্রান্ত চিরকুট, টাকার নোট মিললেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের (Cancel) সিদ্ধান্ত নিতে পারে সংসদ।