করোনা ঠেকাতে দেশ সহ সারা রাজ্য জুড়ে লকডাউন। এর জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন শ্রমিকরা। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে লকডাউনের মধ্যে চালু হয়েছে বিশেষ ট্রেন পরিষেবা। ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা যাতে বাড়ি ফিরতে পারেন, তার জন্য বিভিন্ন রাজ্যের মধ্যে চলছে ট্রেন। বাংলাতেও ইতিমধ্যেই একাধিক ট্রেন পৌঁছেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না রাজ্য, অভিযোগ তুলেই এবার বাংলার মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, শনিবার তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠান। তিনি বলেন,” পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে রেল যে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে, তার অনুমতি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। লকডাউনের জেরে আটকে পড়া দু’লক্ষেরও বেশি শ্রমিককে বাড়ি ফেরার ব্যবস্থা করেছে কেন্দ্র। কিন্তু মমতার সরকারের তরফে এ বিষয়ে সহযোগিতা মিলছে না।”