March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পরিযায়ী শ্রমিকদের দ্রুত বাড়ি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনা সংক্রমণ রোধ করতে দেশজুড়ে চলা লকডাউনের জেরে চরম সংকটে পড়েছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। লকডাউনের কারণে অনেকেই হারিয়েছেন রুজি রোজগার। পর্যাপ্ত পরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে বাড়ির পথ ধরেছেন। কেন্দ্রের পক্ষ থেকে শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু শ্রমিক বাড়িতে ফিরেছেন। কিন্তু আড়াই মাস পরেও অনেকেই আটকে রয়েছেন তাঁর কর্মক্ষেত্রে। এই শ্রমিকদের ১৫ দিনের মধ্যে বাড়ি ফেরার নির্দেশ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, বাইরে আটকে রয়েছেন এরকম শ্রমিক যাদের কাজ নেই তাদের দ্রুত বাড়ি ফেরাতে হবে। কেন্দ্র ও রাজ্য গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে অতিরিক্ত ট্রেন চালাতে হবে। বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরো নির্দেশিকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সূত্রের খবর, রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সকল শ্রমিকদের চিহ্নিত করা হবে। পাশাপাশি যারা কাজ হারিয়েছেন, কেন্দ্র বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুপ্রিমকোর্ট সূত্রে খবর, কেন্দ্র ও রাজ্য এই শ্রমিকদের তালিকা তৈরি করবে। দিল্লি ও উত্তর প্রদেশ সরকার শিশু আদালতকে জানিয়েছে, বহু শ্রমিক জন্মস্থানে ফিরতে চাইছেন না।