
গত কয়েকদিন আগে ছেলের রাজ্যের ধুমধাম করে জন্মদিন পালন করলেন পরিমনি | ঠিক তারপরেই বৃহস্পতিবার প্রকাশে আসে রাজ ও পরীমনির কাছে আসার খবর |, এরপর জানা যাচ্ছে যে ইতিমধ্যে পরিমনির ঢাকার বসুন্ধরার বাড়িতে ফিরে এসেছেন রাজ | আপাতত ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তিনি |
সুত্রের খবর, রাজ ফিরে এসেছেন বসুন্ধরার বাসায় | রাজ জানিয়েছেন, “আমি এখন বসুন্ধরার বাসায় | আমিও পরীমনি একসঙ্গে আছি | গত রাতে বাসায় ফিরেছি | ঠিকঠাক আছি, ভালো আছি, বাবুকে সময় দিচ্ছি | রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি | অনেকদিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি | রাজ্য আমাকে কাছে পেয়ে খুব মজা করছে, খেলছে |
প্রসঙ্গত, গত তিন মাস আগে পরীমনির বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান তার স্বামী শরিফুল রাজ । তারপর থেকে প্রকাশ্যে আসে তাদের দাম্পত্য কলহ | এমনকি জানা গিয়েছিল, তাদের বিবাহ বিচ্ছেদের কথা | তবে এর পরে একেবারে উল্টো ছবি ধরা পরল | এবার তবে কি বিচ্ছেদের সিদ্ধান্ত বদল করলেন তারা?
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’