October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পরিত্যক্ত ঘরে বসে মাদক সেবন করার প্রতিবাদ জানালে এক যুবকের উপর চড়াও হয় অভিযুক্তরা


নিজেস্ব প্রতিনিধি, মালদা: আমবাগানের একটি পরিত্যক্ত ঘরে বসে মাদকদ্রব্যের সেবন করে কয়েকজন বহিরাগত যুবক। এই ঘটনার প্রতিবাদ করায় চাকুর আঘাতে আক্রান্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নিমাসরাই পর্নোদা এলাকায়। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা পলাতক। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম অসিত রবিদাস, বয়স ২৬ বছর। তিনি পেশায় রাজমিস্ত্রি। আরাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাসরাই পর্নোদা এলাকায় । আক্রান্তর অভিযোগ,নিমাসরাই এলাকায় বাগানের ভেতরে একটি পরিত্যক্ত ঘরে বসে কয়েকজন বহিরাগত মাদক সেবন করছিলেন। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীরা লাঠি এবং ধারালো চাকু দিয়ে অসিত বাবুর উপরে হামলা করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। যদিও অভিযুক্তদের নাম বলতে পারিনি আক্রান্ত যুবক। ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।