September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পবিত্র রমজানে সম্প্রীতির বার্তা দিলেন বনগাঁর চেয়ারম্যান, নিজেই বাড়ি বাড়ি পৌঁছে দিলেন ফলসামগ্রী

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : লকডাউনে বন্ধ সব সামাজিক উৎসব-অনুষ্ঠান-জমায়েত। অগত্যা ঘরে থেকেই পবিত্র রমজানে রোজা পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। অন্যান্য বছর বনগাঁ পৌরসভার সৌজন্যে ইফতারের ব্যবস্থা করা হলেও লকডাউনে এবার আর তা হয়ে উঠছে না। তাই স্ত্রী জ্যোৎস্না আঢ্যকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান শংকর আঢ্য নিজেই বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে যে সব মুসলমান পরিবার ঈদের রোজা পালন করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ফলসামগ্রী পৌঁছে দিলেন। প্রসঙ্গত, এই ওয়ার্ডটি শংকর বাবুর নিজের ওয়ার্ডও।

       শংকর বাবুর কথায়, তাঁর নিজের ওয়ার্ড অতীত দিনেও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রেখেছে। এখানে একদিকে যেমন মসজিদে নামাজ চলে, অপরদিকে মন্দিরে শ্যামা সংগীত বাজে। কিন্তু পারস্পরিক সৌভ্রাতৃত্ব কোনদিন ক্ষুণ্ন হয়নি। সবাই সবার ধর্মকে এখানে সম্মান করে। তাই লকডাউনের কঠিন পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে মুসলমান ভাই-বোনদের নিষ্ঠাভরে ধর্মাচরণ সবার মঙ্গল করবে বলেই তিনি মনে করেন।

      জানা গেছে পৌরসভার বাইশটি ওয়ার্ডেই রোজা পালন করছেন এমন সব  পরিবারের হাতে খুব শিকগির ফলসামগ্রী পৌঁছে দেওয়া হবে পুরসভার তরফে।