December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

পনের দাবিতে বিয়ের পাঁচ বছরের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী সুবির মন্ডল, শ্বাশুড়ি আলোকা মন্ডল ও দেওয়র টিংকু মন্ডলকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করলেও দুই অভিযুক্ত রমেশ মন্ডল ও অনিমা মন্ডল পলাতক।ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গোবরা মিস্ত্রি পাড়া এলাকায়।ঘটনায় অভিযুক্ত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী সহ মৃতার পরিবার। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানাগেছে,মৃত গৃহবধূর নাম সোনা মন্ডল (২৫)।অভিযুক্ত স্বামী সুবির মন্ডল ওরফে ছোটন(৩০) একজন গ্রুপ ডি বিভাগের স্কুল কর্মী। মৃতা সোনা মন্ডলের বাপের বাড়ির অভিযোগ,বিয়ের পর থেকে পণের দাবিতে তাঁদের মেয়ের ওপর নির্মম অত্যাচার চালাতো শ্বশুড়বাড়ির লোকেরা। তাদের দাবি মতো‌‌ কিছু নগদ টাকা সহ ফ্রিজ,খাট,শোকেস, আলমারি দেন ছেলে পক্ষকে। বেধড়ক মারধর করা হয়। অবশেষে তাঁকে মেরে শ্বাসরুদ্ধ করে খুন করে বলে অভিযোগ।