
মালদা, পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। গুরুতর আহত আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রতুয়ার ভাদো এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম ওহেদুল ইসলাম (৩০)। তিনি মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ওহেদুল তার কাকা আলিম শেখের সঙ্গে বাইকে চেপে রতুয়ার একটি হাটে যাচ্ছিলেন। পথে ভাদোর কাছে একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারলে দুজনেই গুরুতর জখম হন। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে ওহেদুলের মৃত্যু হয়। আহত আলিম শেখকে কলকাতায় রেফার করা হয়েছে।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী