একটানা চব্বিশ ঘন্টা কাটার পর পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। হিন্দু হস্টেল ইস্যুতে তারা প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে চলেছে। জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কর্তৃপক্ষ। তার জেরে বৃহস্পতিবার থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেন পড়ুয়ারা। হিন্দু হস্টেল সহ নানা ধরনের একাধিক ইস্যুতে প্রতিবাদ আন্দোলনে সামিল হন পড়ুয়ারা। সূএের খবর, পড়ুয়ারা স্পষ্ট জানান, উপাচার্য অনুরাধা লোহিয়া তাদের সাথে আলচনা না করলে, তারা তাদের এই অবরোধ কর্মসূচী চালিয়ে যাবেন বলে। তবে আরও অভিযোগ, বার বার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও তারা সমস্যা সমাধানে কোনরকম সদর্থক ভূমিকা নিচ্ছে না। এই দাবী গুলি নিয়ে রীতিমতো ক্ষুব্দ হয়ে পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। তবে এই ঘটনায় ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাএীরা। যদিও শেষ পর্যন্ত বাসিন্দাদের ভোগান্তির কথা ভেবে পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে পড়ুয়ারা। অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল।