দেশজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহজ পাঠের সঙ্গে জুড়ল রিলায়েন্স জিও। স্বেচ্ছাসেবী সংস্থা ‘সহজ পাঠ’-এর উদ্যোগে দুঃস্থ পড়ুয়াদের জন্য ফোনে টিউশনের সুবিধা আনল জিও। এই পরিষেবার নাম রাখা হয়েছে ‘টিচার অন কল। এতে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ফোনে পেতে সুবিধা হবে পড়ুয়াদের। দেশে অনেকেই এমন রয়েছেন, যাদের পক্ষে প্রাইভেট টিউশন নেওয়ার মতো ক্ষমতা নেই৷ সেইসব পড়ুয়াদের জন্যই এই নতুন প্ল্যাটফর্ম জিও এবং সহজ পাঠের৷ প্রাথমিকভাবে সুবিধাবঞ্চিত এবং গ্রামীণ শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে শিক্ষামূলক সহায়তা ডেস্ক পরিষেবা। সহায়তা টেলিফোনি পরিষেবার মাধ্যমে সরবরাহ করা হয়। এর আগেও একটি টোল ফ্রি সুবিধার মাধ্যমে এই পরিষেবাটি চালু করেছিল ‘সহজ পাঠ’। কিন্তু কিছু সমস্যার জন্য মাঝখানে তা বন্ধ করে দেওয়া হয়। পরে এমন পরিষেবা চালু করা হয়, যেখানে টাকা খরচ করেই ফোন করতে হত পড়ুয়াদের। তবে কলব্যাকের সুবিধাও ছিল। টাকা খরচ করে ফোনে টিউশন নিতে সমস্যা হচ্ছিল দুঃস্থ পরিবারের পড়ুয়াদের। তাদের কথা ভেবেই এ বার রিল্যায়ান্স জিয়োর সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া টোল ফ্রি নম্বর ১৮০০-৮৯০-৬০০৬ চালু করেছে ‘সহজ পাঠ’। এ বার থেকে গোটা দেশে, নানা ভাষায় এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা এই পরিষেবা পেতে পারবে। ফোনে বিনামূল্যে পদার্থ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজি টিউশন নিতে পারবে তারা। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই পরিষেবা মিলবে। রবিবার এই পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২০১৭-র ১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের পড়ুয়াদের জন্যই এই পরিষেবা চালু হয়েছিল। এখনও পর্যন্ত ৮১১টি স্কুলের ৭ হাজার ৭০০ পড়ুয়া এতে উপকৃত হয়েছে।