পঞ্চসায়রে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানা এলাকার নবদিগন্তে। সূত্রের খবর, মৃত যুবকের নাম বিশ্বরূপ দাস। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সোমবার রাতে বিশ্বরূপকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে আট-দশজন দুষ্কৃতী। ঘটনায় ছেলেকে বাঁচায়ে এলে বিশ্বরূপের বাবাকেও বেধড়ক মারধোর করে অভিযুক্তরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুলিসের খাতায় নাম রয়েছে মৃত বিশ্বরূপের। জামিনে বাইরে ছিল সে। যদিও খুনের অভিযোগে ভারতীয় দন্ডবিধির ৩০২, ৩২৪, ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ।