পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। কল্যাণী থানার দু’নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির জঙ্গল থেকে গতকাল রাতে পচা গলা দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। স্থানীয় সূত্র জানা যাচ্ছে গতকাল এলাকার কয়েকজন পচা গন্ধ পায় | এরপরই মাথার একটি খুলি দেখতে পায় বাসিন্দারা | এরপর পুলিশে খবর দেয় তারা | পুলিশ এসে মাথার খুলি এবং দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।

More Stories
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি