July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

‘নো মাস্ক, নো সেল’ ব্যবস্থা চালু হল তমলুকে

নোভেল করোনার ভয়াল থাবা ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে বাড়িয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত কয়েক দিন আগে সরকারি বিশেষ নিয়মাবলীতে জারি করা হয় সমস্ত মানুষকে মাস্ক পরা বাধ্যতা মূলক। তাই এবার রাজ্যের অন্যতম হটস্পট পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনি ব্লক এর ডিমারি হাই স্কুল মাঠে শুরু হলো ‘নো মাস্ক, নো সেল’ পদ্ধতির বাজার।

তমলুকের ডিমারিতে আজ থেকে এই পদ্ধতিতে চলছে বাজার। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত ধলহরা গ্রাম পঞ্চায়েত ও রঘুনাথপুর ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও এলাকার প্রায় সমস্ত এনজিও ও ক্লাব সংগঠন যৌথ ভাবে করোনা সংক্রমন রুখতে এই ধরনের বাজার বসানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে হটস্পট এলাকা গুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।

জেলার তমলুক থানার বল্লুক গ্রাম পঞ্চায়েত এ করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এমন পরিস্থিতিতে তমলুক এর আশে পাশের গ্রাম গুলোর মানুষকে সুরক্ষিত রাখতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার তারই পাশাপাশি এই অভিনব ভাবে সুরক্ষিত বাজারের ব্যবস্থা করল এই দুই গ্রাম পঞ্চায়েত।