মধুমিতা দাস, বনগাঁ : গাইঘাটা থানার গোপালপুর চড়ুইগাছি এলাকায় যশোহর রোডের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চিনি বোঝাই একটি ট্রাক। জানা গেছে, ট্রাকটি কলকাতা থেকে চিনি বোঝাই করে যশোহর রোড ধরে বনগাঁর দিকে যাচ্ছিল। কিন্তু বুধবার খুব ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায়। স্থানীয়দের কথায়, ভোরের দিকে সামান্য ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়ে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে আর তাতেই এই বিপত্তি। যদিও ট্রাক চালক মহাদেব দাসের কথায়, প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার বাঁদিকে একটি ইঁটের গাদা সামনে চলে আসে, সেটাকে কাটাতে গিয়েই একটি গাছে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। ঘটনায় গাড়ি ও গাড়িতে থাকা মালের বেশ ক্ষতি হলেও সেভাবে কেউ জখম হয়নি। পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশ ঘটনা স্থলে আসে।