May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

নির্ভয়া মামলার শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বিচারপতি, ফের পিছল শুনানির দিন

নির্ভয়া কান্ডের শুনানিতে শুক্রবার কেন্দ্রের আবেদন শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের। এর আগে নির্ভয়া মামলার চার অপরাধীকে আলাদা আলাদা ফাঁসি দেওয়ার আবেদন জানিয়ে সর্বচ্চ আদালতের দারস্থ হয় কেন্দ্র। আদালতে কেন্দ্রের আবেদন মৃত্যু দন্ড থেকে বাঁচতে, বিভিন্ন আইন প্রক্রিয়ার সাহায্য নিয়ে সুযোগের অপব্যবহার করছে অপরাধীরা। শুক্রবার বিচার চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বিচারপতি আর ভানুমতী। জানা গিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানা যায়। পাশাপাশি বিনয়ের মানসিকভাবে সুস্থ নয় বলেও আদালতে জানিয়েছিলেন তার আইনজীবী। কিন্তু তার শারীরিক পরিক্ষা করে দেখা যায়, সে সুস্থ। এদিকে ধর্ষণ কাণ্ডের সময় পবন গুপ্তা নাবালক ছিল বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু পুলিশি তদন্তের সময় তাকে নাবালক হিসেবে দেখানো হয়নি। এ নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল পবনের আইনজীবী। কিন্তু তার সেই আরজি খারিজ করা হয়।