May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

নির্ভয়া কান্ডে দিল্লি কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত ফাঁসি হচ্ছে না চার দোষীর

বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্ড। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় নির্ভয়া কাণ্ডের আরো এক দোষী অক্ষয় ঠাকুর। তবে দিল্লি কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত চার দোষীর ফাঁসি হচ্ছে না। শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট চার দোষীর ফাঁসি অনির্দিস্ট কালের জন্য রদ করে দেয়।

যদিও এবিষয়ে দিল্লি পুলিশ জানায়, চার দোষীর ফাঁসি এক সাথে হতে হবে এমন কোন নিয়ম নেই। আদালতের এই সিদ্ধেন্তে পাল্টা অন্য দোষীর আইনজীবির যুক্তি, এক দোষীর আবেদনের সিদ্ধান্ত না হলে বাকিদের ফাঁসি হতে পারে না।আর তাতে সায় দেয় দিল্লী আদালত।তাই আপাতত পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নির্ভয়ার দোষীদের ফাঁসি হবে না।যদিও এবিষয়ে নির্ভয়ার মা বলেন, তার আইনের উপর পুরো আস্থা আছে। আজ না হয় কাল দোষিদের শাস্তি হবেই।