March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি ২০ মার্চ, আদেশ দিল পাতিয়ালা হাউজ কোর্ট

আইনি মারপ্যাঁচে গত ৬ সপ্তাহের মধ্যে ৩ বার পিছিয়ে গিয়েছে নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির দিন। অবশেষে ফের ২০ মার্চ ধর্ষক-খুনিদের ফাঁসির দিন ধার্য করল দিল্লির পটিয়ালা হাউস কোর্ট। অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময়ে তিহাড় জেলে দণ্ডিতের ফাঁসি দেওয়ার আদেশ দেন।

২০১২-র ডিসেম্বরে দিল্লির এক চলন্ত বাসে ডাক্তারির ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ করেছিল যে ছ’জন সেই দলেই সামিল ছিল অপরাধী মুকেশ সিং, অক্ষয় সিং ঠাকুর, বিনয় শর্মা এবং পবন গুপ্তা। কিন্ত গত কয়েক বছর ধরে নানা আইনি জটিলতায় সেই মৃত্যুদণ্ড কার্যকর করা যায়নি। এই চার জনের মধ্যে প্রথম তিন জনের সামনে আর কোনও আইনি পথ ছিল না। শুধু পবনের প্রাণভিক্ষার আর্জিতে রাষ্ট্রপতির প্রতিক্রিয়া জানানো বাকি ছিল। কিন্তু রাষ্ট্রপতি সেই আর্জি খারিজ করে দেওয়ার পরে পটিয়ালা হাউস কোর্টে ফের মৃত্যু পরোয়ানা জারির আর্জি জানায় দিল্লি সরকার। সেই আবেদনে সায় দিয়ে আজ ফের ফাঁসির পরোয়ানা জারি করেছেন দায়রা আদালতের বিচারক রানা। তবে শেষ পর্যন্ত এই ৪ দোষীর মৃত্যুদণ্ড নির্ধারিত সময়ে কার্যকর হবে, নাকি ফের কোনও আইনি প্যাঁচে তা পিছিয়ে যাবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ।