লকডাউন শুরুর সময় থেকেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের জোগানের কোনও সমস্যা নেই। বাজার প্রতিদিনই খোলা থাকবে। এবং সরকারের সেই নির্দেশিকা মেনে বাজার খোলাই থাকছে দুপুর পর্যন্ত। কিন্তু তাও কে শনে কার কথা। স্যোশাল ডিসটেন্সিং কে এককথায় বুড়োআঙুল দেখিয়ে প্রায় রোজদিনই বাজারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ক্রেতারা বাজারে গিয়ে অতিরিক্ত পরিমাণে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন। যার জেরে আরও অনেক ক্রেতাই বঞ্চিত হচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে।
সংক্রমণের আশঙ্কা ভুলে ঠেসাঠেসি, ধাক্কাধাক্কি করেই বাজার করছেন সবাই। এমনটাই চিত্র দেখা যাচ্ছে শহরের বেশকিছু বাজারে। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, সবাই ভয় পাচ্ছেন এই ভেবে যে লকডাউন দীর্ঘদিন ধরে চললে বাজারে জিনিসপত্রের ঘাটতি হবে। কিন্তু এভাবে যে লকডাউনের আসল উদ্দেশ্য কিছুটা হলেও বিফল হচ্ছে তা মানতে নারাজ ক্রেতাদের একাংশ।