December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নির্দিষ্ট সময়সীমার পরও দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে রাজ্যে ঘোষিত হয়েছে লক ডাউন। এই লক ডাউনে সব্জি বাজার, মুদিখানার দোকান সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তবুও মানুষের হুঁশ ফিরছে না। সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আজ দুবরাজপুর বাজারে নির্দিষ্ট সময়সীমার পরও এক মুদি ব্যবসায়ী দোকান খোলা রেখেছিলেন। তৎক্ষনাৎ খবর পেয়ে দুবরাজপুর থানার টাউনবাবু রাকেশ তামাঙ সেখানে গিয়ে দোকান বন্ধ করিয়ে দেন এবং সেই ব্যবসায়ীকে আটক করেন। পাশাপাশি বেশ কয়েকজন ব্যবসায়ী দোকানে দরজার সাটার নামিয়ে ব্যবসা করছিলেন। আজ তাঁদেরকে সাবধান করে দেন।