করোনাভাইরাস ভারতে থাবা বসাতে দীর্ঘকাল যাবৎ বন্ধ ছিল শুটিংয়ের কাজ | তবে এবার ফের শুরু হতে চলেছে সমস্ত রকমের শুটিংয়ের কাজ | নির্দিষ্ট গাইডলাইন মেনে 10 তারিখ থেকে শুরু হতে চলেছে মেগা সিরিয়াল ও সিনেমার শুটিং| মোট 35 জনকে নিয়ে করা হবে শুটিং| নূন্যতম টেকনিশিয়ান নিয়ে করা হবে শুটিং| 10 বছরের নীচে শিশুদের নিয়ে আপাতত শুটিং না তবে চাইলে শুটিং করতে পারেন ষাটোর্ধ্ব রা | বিমার ক্ষেত্রে 50 শতাংশ দেবে প্রযোজক সংস্থা ও 50 শতাংশ দেবে আর্টিস্ট ফোরাম|