সাত সকালে চলন্ত লরি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রাস্তার পাশে থাকা বাড়িতে।
ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশু কন্যাকে রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে।
সেখানেই মৃত্যু হয় ওই শিশুর।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুসকরী পঞ্জাড়া এলাকায়।
জানা যায় এই দিন সকালবেলা কুসকারি চৌপথি মোড় থেকে একটি মালবাহী লরি পাঞ্জারা এলাকা দিয়ে যাবার সময় বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তা ধসে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাড়ির ভেতরে ঢুকে পড়ে, এবং ঘটে ভয়াবহ বিপত্তি।
পরবর্তীতে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন |