স্ত্রী ও মেয়েকে খুন করে মাটিতে পুঁতে পলাতক স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইসলামপুরে। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সূজালী পঞ্চায়েত এলাকার বাসিন্দা আকবর আলমের সঙ্গে স্ত্রী নুরজা খাতুনের বিবাহ হয়। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। গত বুধবার রাতে দম্পতির মধ্যে বচসা বাঁধলে দু’জনের চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এরপর পরেরদিন সকালে ওই এলাকার এক বাসিন্দা অন্যান্যদের ঘটনাটি জানালে সকলে মিলে চড়াও হয় আকবরের বাড়িতে। ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান কোথায় রয়েছে সেটি জানতে চায় প্রতিবেশীরা। দীর্ঘঘটনার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল ঘটনা। এরপরেই বাড়ির পাশের জমি খুঁড়ে উদ্ধার হয় নুরজা ও তাঁর ১ মাসের সন্তানের দেহ। এরপরই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। সুযোগবুঝে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তদন্ত।