June 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নিজের বাড়িতে নিজের পরিচালনায় শর্টফিল্ম বানিয়ে ফেললেন সৃজিতপত্নী মিথিলা

লকডাউনের মধ্যে বাড়িতে বসেই নিজের পরিচালনায় একটি শর্টফিল্ম বানিয়ে ফেললেন বাংলাদেশের অভিনেত্রী, গায়িকা তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। শর্টফিল্মটির নাম ‘The Forgotten One’। সূত্রের খবর, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের এর গল্প অবলম্বনে এই শর্ট ফিল্মটি বানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা সৃজিতপত্নী রাফিয়াত রশিদ মিথিলা। যেটির মিউজিক করেছেন মাইমুন। আর মিথিলাকে এই শর্টফিল্মটি বানাতে সাহায্য করেছেন তাঁর দুই বোন মীম রশিদ আর মিশৌরি রশিদ। এই শর্টফিল্মটিতে মিথিলার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁর মেয়ে আয়রাকে। শর্টফিল্মটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্টও করেছেন মিথিলা।