করোনা ভাইরাস গোটা বিশ্বেই থাবা বসিয়েছে তার মধ্যে ভারতেও ক্রমশ জোরালো হচ্ছে করোনা ভাইরাসের দাপট৷তার জেরে গোটা দেশ জুড়ে লকডাউন৷গৃহবন্দি সেলেবরাও৷ কিন্তু যাদের জীবন সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে তারা গৃহবন্দী দশা কিভাবে কাটাচ্ছেন তাতে বেশ কৌতুহলী নেটিজেনরা৷ বলিউডের ভাইজান সলমান খানের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷
তিনি নিজে এই ভিডিওটি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন৷সেখানে তিনি লেখেন নিজের প্রেমের সঙ্গে তিনি ব্রেকফাস্ট করেছেন আজ৷ এখানে অবশ্য প্রেম বলতে তিনি বুঝিয়েছেন তার পোষ্য ঘোড়াকে৷ তাকে সকালে ঘাস খাওয়াতে খাওয়াতে নিজে এক প্রকার মজার ছলে ঘাসে কামড় বসিয়ে দেন৷সেই দৃশ্য দেখা গিয়েছে এই ভিডিওতে৷ আর এই দৃশ্য দেখার পরেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷