মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ): জেলায় জেলায় পুলিশ পরিবারের সদস্যদের অসন্তোষ অব্যাহত। মুর্শিদাবাদের পর এবার উত্তর ২৪ পরগণা। সূত্রের খবর, সম্প্রতি রাজ্য পুলিশের তরফে পুলিশ কনস্টেবলদের পোস্টিংয়ের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। যা নিয়ে পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ চরমে। যার জেরে রবিবার বনগাঁ পুলিশ জেলায় পুলিশ সুপারের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে জমায়েত করলেন প্রায় জনা পঞ্চাশেক পুলিশ পরিবারের সদস্য।
প্ল্যাকার্ডে লেখা হয়, ৪০০ কিমি দূরে নয়, ফিরিয়ে আনা হোক বাড়ি থেকে ৪০ কিমির মধ্যে৷ কেউ লেখেন, সুন্দরবন নয়, নিজের জেলায় পোস্টিং চাই।
পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের দাবি, কারো সন্তান, কারো স্বামী বর্তমানে বাড়ি থেকে বহুদূরে পোস্টিং রয়েছেন। সুন্দরবন, সন্দেশখালি, ভাঙ্গড় সহ জেলা এবং জেলার বাইরে ও অনেকে পোস্টিংয়ে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কেউই বাড়িতে আসতে পারছেন না। তাঁদের আরও দাবি, চাকরির প্রতি যেমন পুলিশ কর্মীদের দায়বদ্ধতা রয়েছে, ঠিক তেমনি পরিবারের প্রতিও দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাই যাতে তাঁরা বাড়ি থেকে ৪০ কিমির মধ্যে পোস্টিং পায় সেই বিষয়টি দেখার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপার অফিসে না থাকায় তার পক্ষ থেকে অন্য এক আধিকারিক স্মারকলিপি জমা নেন। পুলিশ কর্মীদের পরিবারের দাবি, তাদের আবেদন পৌঁছে দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তাঁদের আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি মানবিকতার সাথে দেখবেন৷