যত দিন যাচ্ছে ততই যেন ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ চীনা মারণ ভাইরাসের ভয়ে গৃহবন্দী সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ৷ বন্ধ হয়ে গিয়েছে বলি ও টলিপাড়ার শুটিং৷ এই পরিস্থিতিতে গৃহবন্দী রয়েছেন তারকারা৷ রাজ্যের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কলকাতাতেও৷ করোনা সতর্কতায় গৃহবন্দী থাকার আর্জি জানিয়েছেন আর জে মীরI তিনি তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন গত 25 বছরে এই প্রথম তিনি বাড়িতে বসে কাজ করছেন৷ সাথে তিনি এও জানান যে বাড়িতে বসে কাজ করতে তার মন্দ লাগছে না৷ পাশাপাশি দেশবাসীকে তিনি বাড়িতে বসে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ তিনি নিজেকে গৃহবন্দি রেখে সারা দিন ঠিক কী কী করেন সে বিষয়ে তিনি জানান ফেসবুকে৷ তিনি জানান সকালে শো করার আগে তিনি নিজের ব্রেকফাস্ট নিজেই তৈরি করেন৷ সাথে তিনি জানান করোনা সংক্রমণ থেকে বাঁচতে বারবার হাত ধোয়ার কথা৷ এসবের পাশাপাশি তিনি নিজের বাড়িতে কাজের একটি ভিডিও শেয়ার করেন ফেসবুকে৷