May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

নিউ গড়িয়াগামী মেট্রোয় বিদ্যুৎ বিভ্রাট

নিউ গড়িয়াগামী মেট্রোয় বিদ্যুৎ বিভ্রাট। জানা যায়, বুধবার দুপুরে দমদম থেকে একটি এসি মেট্রো নিউ গড়িয়ার দিকে যাচ্ছিল ৷ কিন্তু শ্যামবাজার স্টেশন ছাড়ার পরেই ঘটে বিপত্তি ৷ শ্যামবাজার স্টেশন ছাড়ার পরে এসি রেকটি ১০ মিনিটের বেশি আটকে থাকে সুড়ঙ্গে ৷ তাতে আতঙ্ক ছড়িয়ে পরে যাএীদের মধ্যে। তবে কি কারনে এমন ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। মেট্রো বিভ্রাট নিয়ে যাএীদের অভিযোগ, বর্তমানে মেট্রোর অবস্থা আরাম দায়ক না, বরং অফিস টাইমে রীতিমতো কালঘাম ছোটার জোগাড় হয় সাধারণ অফিস যাত্রীদের। মেট্রোর ভাড়া বৃদ্ধি হলেও তাতে যাতায়াতের সুবিধা না হওয়ায়, সেই নিয়ে বার বার প্রশ্ন উঠছে সাধারন যাএীদের মধ্যে।