June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নিঃশব্দেই চলে গেলেন টলিউডের অন্যতম সেরা চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক


চলে গেলেন টলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক। বার্ধক্যজনিত একাধিক সমস্যা নিয়ে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তবে জীবনের শেষ সময় অত্যন্ত দুঃখের সঙ্গে কেটেছে তার। সামান্য খাবার জোগাড় করতে তাকে করতে হয়েছে বহু কষ্ট। একসময় দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করার জন্য সকাল-বিকেল তিনি আসতেন রামকৃষ্ণ মিশনের দরজায়। উত্তম কুমারের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছেন বৈদ্যনাথবাবু। মোট ৭২ টি ছবিতে মহানায়কের সাথে চিত্রগ্রহণের কাজ করেছেন তিনি। সাগরিকা, অগ্নিপরীক্ষা-র মতো সুপারহিট ছবিতে চিএগ্রহনের কাজ করেছেন তিনি।