‘ভাবছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো।’ প্রধানমন্ত্রীর এই ট্যুইট ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। টেক স্যাভি নমো কি এবার স্যোশাল মিডিয়া থেকে সন্ন্যাস নিতে চলেছেন? এই প্রশ্নই ঘুরছিল গোটা দেশের মানুষের মনে। এমনকি বিরোধীরা এটিকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। কিন্তু এই সব জল্পনার অবসান করে রহস্য থেকে পর্দা ওঠালেন স্বয়ং প্রধানমন্ত্রী। টুইট করে জানালেন, পাকাপাকি ভাবে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন না তিনি, এক দিনের জন্য মহিলাদের হাতে তাঁর টুইটার অ্যাকাউন্টের লাগাম তুলে দিতে চান। ৮ মার্চ নারী দিবসে দেশের নারীশক্তির উদ্দেশ্যে এটাই তাঁর উৎসর্গ।
মোদি টুইটারে লিখেছেন, ‘এই নারীদিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি আমি সেই সব নারীর হাতে তুলে দেব যাঁরা আমাদের জীবন এবং কর্মকে অনুপ্রাণিত করেছেন। এর ফলে আরও কয়েক লক্ষ প্রাণকে অনুপ্রাণিত করতে পারবেন তাঁরা।’ এমন নারীরা নিজেরা কিংবা তাঁদের হয়ে অন্য কেউ আবেদন জানাতে পারবেন। বার্তার সঙ্গে লিখতে হবে ‘হ্যাশট্যাগ শিইনস্পায়ার্সআস’।
যাঁদের বেছে নেওয়া হবে তাঁরাই এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালনা করতে পারবেন।