July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নববর্ষে মহাশত্রু করোনা, লক ডাউনে ‘নমো নমো গন্ধেশ্বরী’ বয়রা কালী মন্দিরে

পয়লা বৈশাখের দিন একবারে ভক্ত থেকে শুরু করে মন্দিরের পুরোহিত সবারই মন খারাপ প্রায় ১০ হাজার ভক্তদের ভিড় হত ভোর চারটা থেকে শুরু করে দুপুর টা পর্যন্ত লম্বা লাইন এর মাধ্যমে বয়রা মায়ের পূজা অর্চনা। এছাড়া মঙ্গল চন্ডী পূজার আয়োজন করা হতো কিন্তু করোনার কারণে সবকিছু বন্ধ। এমনই চিত্র ধরা পড়লেও উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর ঐতিহ্য বাহী বয়রা কালী মন্দির প্রাঙ্গণে সেখানে নেই ভক্ত, শুধু আছে দুই থেকে তিন জন পুরোহিত তারাই কোনভাবে নিয়ম নিতি ঢাক বাজিয়ে পূজা-অর্চনা করছে। মন্দিরের পুরোহিত বললেন মায়ের কাছে প্রার্থনা এই করোনা থেকে মুক্তি করুক আর পুনরায় জীবনে সবাই ফিরে আসুক। কোনোভাবে নিয়মনিষ্ঠা করে পুজো করা হলো।