
নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩। মৃতের নাম প্রদীপ মান্না। বাড়ি কাঁথির মশাগাঁ গ্রামে। গতকাল রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময় ঘটনাটি ঘটে। মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে। সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস, বিডিও সুমিতা সেনগুপ্ত সহ নন্দীগ্রাম থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে। উদ্ধারকাজের জন্য হলদিয়া উপকূল রক্ষী বাহিনী এবং এনডিআরএফ টিমের সঙ্গে যোগাযোগ করেছে জেলা প্রশাসন।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা