পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও থাবা বসিয়েছে নোভেলকরোনা ভাইরাস। আক্রান্তের নিরিখে কেরল, মহারাষ্ট্র বা কর্ণাটকের থেকে অনেকাংশে কম হলেও সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও। শনিবার আরও ২ জন করোনা আক্রান্তের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৭ তে। রাজ্য স্বাস্থ্য দফতর সুত্রে খবর, নয়াবাদের বাসিন্দার থেকেই সংক্রমিত হয়েছেন এই নয়া ২ জন। তাদেরও বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও রাজ্যে সংক্রমণ রুখতে প্রথম থেকেই সবরকম ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।