June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নতুন ভাবে সংক্রমিত ২, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭

পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও থাবা বসিয়েছে নোভেলকরোনা ভাইরাস। আক্রান্তের নিরিখে কেরল, মহারাষ্ট্র বা কর্ণাটকের থেকে অনেকাংশে কম হলেও সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও। শনিবার আরও ২ জন করোনা আক্রান্তের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৭ তে। রাজ্য স্বাস্থ্য দফতর সুত্রে খবর, নয়াবাদের বাসিন্দার থেকেই সংক্রমিত হয়েছেন এই নয়া ২ জন। তাদেরও বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও রাজ্যে সংক্রমণ রুখতে প্রথম থেকেই সবরকম ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।