April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নতুন ত্রৈমাসিক ওয়ার্ক-হোম প্ল্যান ঘোষণা করল জিও

শুক্রবার হাই ডেটা প্রিপেড ব্যবহারকারীদের জন্য আরও একটি ওয়ার্ক-হোম প্ল্যান ঘোষণা করল রিলায়েন্স জিও। এই সময় এটি একটি ত্রৈমাসিক পরিকল্পনা যা ৮৪ দিনের জন্য মাত্র ৯৯৯ টাকায় প্রতিদিন ৩ জিবি অফার করে। এর মাধ্যমে ১ জিবি হাই স্পিড ডেটার কার্যকরী খরচ ৪ টাকার থেকেও কম।এই নতুন প্ল্যানে জিও থেকে জিও এবং ল্যান্ডলাইনে ফ্রি ও আনলিমিটেড ভয়েস কল থাকছে। এতে জিও থেকে অন্যান্য মোবাইলে ৩০০০ মিনিট ভয়েস কল ও ১০০ এসএমএস/ডে থাকছে। এটি উচ্চ গতির ডেটার ৩ জিবি/দিনের আনলিমিটেড ডেটা দেয় যা পরে ৬৪ কেবিপিএস এ আনলিমিটেডে কমে যায়। সঙ্গে এই অফারে জিওঅ্যাপকে কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন দেয়। কখনও আস-এর পর থেকে দ্রুতগতির ডেটার প্রয়োজন বেড়েছে, বহু মানুষ বাড়ি থেকে কাজ শুরু করেছেন বলেও আরও বিনোদনের খোঁজ মিলেছে। প্রয়োজনের কথা বিবেচনা করে জিও-র এই নতুন ত্রৈমাসিক ওয়ার্ক-হোম প্ল্যান নিয়ে এল। এর আগে জিও-র একটি ওয়ার্ক-হোম বার্ষিক পরিকল্পনা ঘোষণা করে ২ জিবি/ডে-র ৩৩% বেশি মূল্য দিচ্ছে ২৩৯৯ টাকায়। জিও-র বিদ্যমান দীর্ঘমেয়াদী অফার দিতে চলেছে ১.৫ জিবি প্রতি দিনের প্ল্যান ২ টাকায়, ১২১-এর ভ্যালিডিটি ৩৩৬ দিন ।