রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ১৬২ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। তবে, এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়নি কারও। শুক্রবার নবান্নে এই পরিসংখ্যান তুলে ধরেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এই পরিস্থিতি যে আদৌ ঠিক নয়, এই পরিস্থিতিতে লাগাম টানা না গেলে গোষ্ঠী সংক্রমণ আটকানো যাবেনা বলে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজারে ভিড় করা নিয়েও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। এদিকে এই গোষ্ঠী সংক্রমণ যাতে না ঘটে, সেই জন্য বন্ধ করে দেওয়া হল পাতিপুকুর মাছের আরত। মাছের এই পাইকারি বাজার থেকেই কলকাতা অ উত্তর ২৪ পরগনার বেশিরভাগ বাজারে মাছ সরবরাহ করা হয়। প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হবে জেনেও করোনা সতর্কতায় এই পদক্ষেপ নিল পাতি পুকুর ফিশ ওনার্স অ্যাসোসিয়েশন। এর প্রভাব পরবে প্রায় ৭৪ টি মাছের বাজারে, এমনটাই আশঙ্কা করছেন বিক্রেতারা।