October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ধুঁকছে সোনাঝুড়ি, পর্যটক শুণ্য দিঘার সৈকত, সৌজন্যে করোনা

করোনার প্রকপে কোপ পড়েছে পর্যটন শিল্পে। এই মারণ ভাইরাস প্রতিহত করতে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক পর্যটন কেন্দ্রগুলি। প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া, জাদুঘর সহ বন্ধ রাখা হয়েছে শহর কলকাতার একাধিক স্থাপত্য। আর এবার পর্যটক শুণ্য বোল্পুরের শান্তিনিকেতন, সোনাঝুড়ির হাট।

প্রতি বছর বসন্ত এলেই জন সমাগমে ভরে ওঠে সোনাঝুড়ি। বিভিন্ন হস্তশিল্প সামগ্রির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। রোজ কেনাকাটাও চলে দেদার। কিন্তু এবছরের চিত্র সম্পূর্ণ আলাদা। শুনশান হাটে ইতিউতি আনাগোনা হাতে গোনা কয়েকজন বিক্রেতার। কিন্তু নেই ক্রেতার সংখ্যা।

একই রকম দৃশ্য বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘাতেও। করোনার করাল আতঙ্কে শুণ্য দিঘার সমুদ্র সৈকত। এমনকি ভ্রমন প্রিয় বাঙালি এই মারণ ভাইরাসের আতঙ্কে ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। এই ঘটনায় রাজ্যের পর্যটন শিল্প ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।