প্রায় ৭৫ দিনের দীর্ঘ লকডাউন পেরিয়ে নিজের ছন্দে ফিরতে চলেছেন দক্ষিণ বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমনিপুর।
গত আট তারিখে পর্যটন কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছিল রাজ্য সারকার। শুরু হয় অনলাইন বুকিং। নির্দেশ পাওয়া মাত্র স্থানীয় বিধায়ক এর তত্ত্বাবধানে বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর জীবাণুনাশক স্প্রে করা শুরু হয় । ভিউ পয়েন্ট, নৌকাঘাট, যুবআবাস, মেনগেট, আলপনা আঁকা রাস্তা, সরকারি স্টল সহ সমস্ত জায়গায় জীবাণুমুক্ত করে বাঁকুড়ার দমকল বিভাগের কর্মীরা।
মুকুটমণিপুর এ থাকা সরকারি সেচ দপ্তরের যুব আবাস সহ বেশ কয়েকটি বেসরকারি হোটেলের মালিক ও কর্মচারীরা এরপরে আশার আলো দেখতে শুরু করেন। দীর্ঘ আড়াই মাসের সময় কাটিয়ে আবার মুকুটমণিপুর শুরু হবে মানুষের কোলাহল আশায় বুক বাঁধছেন হোটেল ব্যবসায়ী থেকে নৌকার মাঝি সহ অন্যান্যরা।
হোটেলে প্রবেশ করা মাত্রই প্রথমেই থার্মাল স্ক্রীনিং তারপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াস তারপর প্রবেশের অনুমতি মিলছে হোটেল গুলিতে। সরকারি নির্দেশিকা মেনে হোটেল কর্মীরা হ্যান্ড গ্লাভস, মুখে মাক্স অন্যান্য সবরকম সাবধানতা অবলম্বন করছেন।
পর্যটকের দাবি দীর্ঘ আড়াই মাস গৃহবন্দী থাকার পর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। ঘরের ওই চারটে দেয়াল যেন গিলে খেতে আসছিল। একটু সবুজ বনানীর মধ্যে আসতে পেরে নিজেকে যেন অনেকটা হালকা মনে হচ্ছে। জল জঙ্গল পাহাড় জীব বৈচিত্র দুহাত ভরে লুটেপুটে নিক। আরো মানুষ আসুক আগামী দিনে ভরে উুঠুক মুকুটমনিপুর, এমনই আবেদন পর্যটকদেরও।