দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার কৃষ্ণনগরে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন নতুন পাড়া এলাকায় অর্জুন কীর্তনীয়ার বাড়িতে।
অভিযোগ, এই দিন রাত আনুমানিক ১১ টা থেকে১১.৩০ নাগাদ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী হঠাৎ ঢুকে পরে অর্জুন বাবুর বাড়িতে। এরপর বাচ্চার গায় ধারালো অস্ত্র ধরে জোরপূর্বক আলমারি ভেঙে সোনা গহনা ও নগদ টাকা সহ বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। যাওয়ার সময় একটি মোটরসাইকেল সাথে করে ডাকাতের দল। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।