November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হয়ে গেল ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন

করোনা ভাইরাসের দাপটে লকডাউন গোটা দেশ। ভারতের পাশাপাশি লকডাউন একাধিক দেশ ও৷ আর তার জেরেই পিছিয়ে গিয়েছে সমস্ত ধরনের স্পোর্টস ইভেন্ট অলিম্পিক থেকে শুরু করে ক্রিকেট আইপিএল ও ফুটবল আইলিগ বাতিল করে দেওয়া হয়েছে সব ধরনের ম্যাচ৷ এবার সেই পথেই বাতিল হয়ে গেল বিশ্ব টেনিসের সবথেকে আকর্ষনীয় ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম উইম্বলডন টুর্নামেন্ট বাতিল করা হলো৷ চলতি বছরের জুন থেকে উইম্বলডন শুরু হওয়ার কথা ছিল, টুর্নামেন্ট চলত 12 জুলাই পর্যন্ত কিন্তু পরে তা বাতিল হয়ে যায় বলে জানা গিয়েছে৷ বুধবার উইম্বলডন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই বছরের উইম্বলডন টুর্নামেন্ট বাতিল করা হয়েছে৷সাথে জানানো হয়েছে আন্তর্জাতিক টেনিস সংস্থার অনুমতিক্রমেই এই টুর্নামেন্টে বাতিল করা হয়েছে৷ এই পরিস্থিতিতে সকলের শারীরিক সুস্থতা কথা চিন্তা করে এই টুর্নামেন্টে বাতিল করা হয়৷অবশেষে জানা গিয়েছে 2021 সালের 28 শে জুলাই থেকে ফের শুরু হবে টেনিসের সবথেকে আকর্ষনীয় ঐতিহ্যবাহী উইম্বলডন টুর্নামেন্ট।