নোভেলকরোনা ভাইরাস সংক্রমণে বর্তমানে ভারত তৃতীয় পর্যায়ের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতি রুখতে সবরকম ভাবে সক্রিয় হয়েছে প্রশাসন। দেশজুড়ে চলছে লকডাউন। আর এরই মধ্যে শনিবার নতুন করোনা-আক্রান্তের খোঁজ মিলল রাজস্থানে। অশোক গহলৌতের রাজ্যের পাশাপাশি তামিলনাড়ুতেও এ দিন আরও দু’জন আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজস্থান এবং তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল যথাক্রমে ৫০ ও ৩৮। রাজস্থানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই দুই করোনা-আক্রান্তের মধ্যে এক জন ভিলওয়াড়ার বাসিন্দা ২১ বছরের এক তরুণী এবং অন্য জন অজমেঢ়ের ২৩ বছরের এক তরুণ।
রাজস্থানের আক্রান্তদের বিদেশ সফরের রেকর্ড না থাকলেও, তামিলনাড়ুর আক্রান্তদের ক্ষেত্রে তা রয়েছে। তামিলনাড়ুর ন্যাশনাল হেল্থ মিশন জানিয়েছে, রাজ্যে যে দু’জন করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে, তাঁরা কিছু দিন আগেই বিদেশ থেকে ফিরেছেন। অন্যদিকে রাজস্থানে ৫০ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই তিন জন সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে অই রাজ্যের স্বাস্থ্য দফতর।