March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০৭১, রাজ্যে আক্রান্ত ২২

দিন দিন দেশে বৃদ্ধি পাচ্ছে নোভেলকরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। রবিবার থেকে সোমবার এক লাফে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭১ জন। এই মুহূর্তে দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। কিন্তু সোমবার দেখা গেল ভিন্ন চিত্র। সারা দেশে রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে ছিল মহারাষ্ট্র। কিন্তু এ দিন তাকে টপকে গিয়েছে কেরল। ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন। ১৯৩ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে।

তবে দেশে সবচেয়ে বেশি, আট জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। কর্নাটকে ৮০ করোনার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উত্তরপ্রদেশেও ৭৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্ত বৃদ্ধির তালিকায় সামিল রয়েছে পশ্চিমবঙ্গও। সম্বার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ জন। মৃত্যুর সংখ্যা ২ জন।

তবে একবার বিশ্বের সমীক্ষার দিকে চোখ রাখলে তা যথেষ্ট চিন্তার কারন। বর্তমানে গোটা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪১ হাজার ৩০ জন। যেখানে গোটা বিশ্বে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ১১৪ জনের। সংখ্যার নিরিখে যা যথেষ্ট উদ্বেগজনক।